ইজতেমা মাঠ
টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাদ পন্থি মুসুল্লিদের সংঘর্ষে হতাহতের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে গণ বিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বুধবার দুপুরে জিএমপি’র কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন।
গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং কোন মিছিল সমাবেশ করতে পারবে না। কোন প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। কোন প্রকার লাউড স্পীকার বা এ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় এই গণ বিজ্ঞপ্তি জারি করা হয়।
জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব জানান, ইজতেমা ময়দান এলাকায় দু’পক্ষের সংঘর্ষেও ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের করেন নি কেউ। তবে সকাল থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা এ পর্যন্ত তিন মুসুল্লীর মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছি। এসময় শতাধিক মুসুল্লী আহত হয়েছেন। জিএমপি কমিশনার দুপুরে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর বিকেল ৩টা থেকে মুসুল্লিরা মাঠ ছেড়ে চলে যেতে থাকে।
ইসরাত