ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

দুর্নীতিগ্রস্ত আমলাদের ছাড় নয়: হুঁশিয়ারি দুদকের

প্রকাশিত: ১৭:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৪

দুর্নীতিগ্রস্ত আমলাদের ছাড় নয়: হুঁশিয়ারি দুদকের

দুর্নীতি দমন কমিশন (দুদক)

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।  

তিনি বলেন, “সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না।”  

 
মো. আক্তার হোসেন জানান, টিআইবি ও অন্যান্য সংস্থার ভাষ্যমতে এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুদকের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে দুদক সিদ্ধান্ত নিয়েছে, আমলাতন্ত্রের যেকোনো স্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ পেলে বা তা দুদকের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  


দুদক মহাপরিচালক আরও বলেন, “এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এই বার্তা দিতে চায় যে, দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না।”  

আশিকুর রহমান

×