ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বাবা নিরপরাধ ছিলেন, তা প্রমাণিত হলো: নিজামীর ছেলে

প্রকাশিত: ১৭:১১, ১৮ ডিসেম্বর ২০২৪

বাবা নিরপরাধ ছিলেন, তা প্রমাণিত হলো: নিজামীর ছেলে

ব্যারিস্টার নাজিব মোমেন

জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, দশট্রাক অস্ত্র মামলায় বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণ হলো মাওলানা নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বাবা নিরপরাধ ছিলেন তা আবারও প্রমাণিত হলো।

পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে মাওলানা নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার হাইকোর্টের রায়ে মাওলানা নিজামীকে খালাস দেওয়ার পর এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আজকে এই মামলায় বেকসুর খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হলো মামলাটি রাজনৈতিক উদ্দেশ‍্য প্রণোদিত ছিল। আমি এই বিচারের নামের প্রহসনের সঙ্গে জড়িত সবার বিচার দাবি করছি। 

উল্লেখ্য, আজ বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় প্রয়াত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আর কে

×