ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ইজতেমা নিয়ে সিদ্ধান্ত নিতে গ্রুপগুলোর আলোচনা চান সরকার

প্রকাশিত: ১৬:৪০, ১৮ ডিসেম্বর ২০২৪

ইজতেমা নিয়ে সিদ্ধান্ত নিতে গ্রুপগুলোর আলোচনা চান সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদপন্থিরা এবারের ইজতেমা আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে বিবদমান গ্রুপগুলো আলোচনা করছে। সরকার চায়, এই বিষয়টি তাদের (বিবদমান পক্ষগুলো) মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক।  

এ সময় তিনি জানান, ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহত চার জনের ঘটনায় মামলা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের ছাড় পাবে না বলে জানান তিনি।

আজ (বুধবার) বিকেলে ইজতেমা মাঠের সংঘর্ষের পর এক বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে, একই স্থান থেকে ব্রিফিংয়ে জুবায়েরপন্থি নেতা মামুনুল হক দাবি করেছিলেন সাদপন্থিদের আর ইজতেমা করার সুযোগ নেই। 

সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, সাদপন্থিদের জন্য নির্ধারিত তারিখে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত বহাল থাকবে কি না এবং সরকারের অবস্থান কী?  

জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিবদমান পক্ষগুলো আলোচনা করছে। সরকার চায় তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিক।” 
 

আশিকুর রহমান

×