ছবি: সংগৃহীত
সাদ কান্ধলভি অনুসারীদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আজ বুধবার সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই দাবি তুলে ধরেন মাওলানা মামুনুল হক। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।
মামুনুল হক বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। তিনি বলেন, "তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে কাজ করছে। এই অপশক্তিকে প্রতিরোধ করা শুধু আলেম-ওলামাদের কাজ নয়, বরং রাষ্ট্র এবং প্রশাসনেরও দায়িত্ব।"
তিনি জানান, সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজকের মধ্যেই মামলা দায়ের করা হবে। পাশাপাশি সাদপন্থীদের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে তাদের ইজতেমার কোনো সুযোগ নেই বলে মত দেন তিনি। মামুনুল হক আরও বলেন, "সরকার যদি তাদের ইজতেমা করার অনুমতি দেয়, তাহলে তা হবে বড় ভুল। আশা করি, সরকার এমন সিদ্ধান্ত নেবে না।"
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। খুনিদের ছাড় দেওয়া হবে না।" তবে টঙ্গী ময়দানে আগামীকাল বৃহস্পতিবার নির্ধারিত লংমার্চ কর্মসূচি হবে কি না, তা কাকরাইল মসজিদে আলোচনা শেষে জানানো হবে বলে উল্লেখ করেন মামুনুল হক।
নাহিদা