ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সুজানার পর এবার মিলল বন্ধু কাব্যের মরদেহ পূর্বাচলে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:০১, ১৮ ডিসেম্বর ২০২৪

সুজানার পর এবার মিলল  বন্ধু কাব্যের মরদেহ পূর্বাচলে

ছবিঃ সংগৃহীত

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ১৬ বছর বয়সী কাব্যের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টা পর একই লেক থেকে তার বন্ধু শাহিনুর রহমান কাব্যের মরদেহও উদ্ধার করা হয়েছে। । নিহত কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহত সুজানা ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে সুজানা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাফরান

×