ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সেন্ট মার্টিনে পর্যটকে ভাটা, ভবিষ্যৎ কী?

প্রকাশিত: ১৫:৫১, ১৮ ডিসেম্বর ২০২৪

সেন্ট মার্টিনে পর্যটকে ভাটা, ভবিষ্যৎ কী?

ছবি: সংগৃহীত

মাত্র দু’মাসের জন্য চালু যাতায়াত, তার উপর নানা বিধি নিষেধে সেন্ট মার্টিনে আশঙ্কাজনক হারে কমেছে পর্যটক সংখ্যা। এতে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় সেখানকার বাসিন্দারা। লোকসানে পড়েছেন হোটেল, রিসোর্ট ব্যবসায়ীরাও। তাদের মত পর্যটক নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী। 

প্রতিদিন দ্বীপটিতে ভ্রমন করছেন ৮০০ থেকে ১ হাজার পর্যটক। অথচ অন্যান্য বছর এই সময়ে সেন্ট মার্টিন ভ্রমন করতেন অন্তত ৫ থেকে ৬ হাজার পর্যটক। এবার সেখানে পর্যটক সংখ্যা ২ হাজার নির্ধারণ করে দিয়েছে সরকার। 

একসময় সাগরে মাছ ধরাই ছিল দ্বীপের বাসিন্দাদের একমাত্র অবলম্বন। পর্যটনের প্রসারে দ্বীপের বাসিন্দাদের ১০ হাজারের সবাই নির্ভরশীল এখন এই দ্বীপের উপর। সরকারের এই বিধিনিষেধ জীবন-জীবিকায় টান পড়বে বলছেন তারা। 

আগে সেন্ট মার্টিন ভ্রমন করা যেত অক্টোবর থেকে মার্চ মাস পর‌্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকরা দ্বীপটিতে যেতে পারবেন ডিসেম্বর এবং জানুয়ারী এই দুইমাস। যা নিয়ে আপত্তি পর্যটন সংশ্লিষ্টদের। 

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ১০ থেকে ১২ হাজার হলেও প্রত্যক্ষ্ বা পরোক্ষভাবে পর্যটনের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন-জীবিকা। 

 

 

শিহাব

×