ফেসবুক এক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
আলোচিত ফেসবুক এক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও শেয়ার করেছে যেখানে তিনি শেখ হাসিনার পর নতুন বাংলাদেশকে ঘিরে তার পরিকল্পনার কথা প্রকাশ করেন।
তিনি বলেন, আমাদের সমাজের সদস্যদের মধ্যে সংযোগ বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সামাজিক মিথস্ক্রিয়ার জায়গা তেমন নেই। তাই ৬ টি জিনিস আমরা অর্জন করতে পারিনা। এগুলো হলো: তথ্যের আদান-প্রদান, সম্পর্ক গঠনে সাহায্য, জ্ঞান এবং দক্ষতার ভাগাভাগি, অর্থনৈতিক বিনিময়, সংস্কৃতি এবং ধারণার বিনিময়, সামাজিক সমাধানের ক্ষেত্র তৈরি। সামাজিক শক্তির যে সম্ভাবনা তা আমরা তৈরি করতে পারিনা এ কারণে।
পিনাকি ভট্টাচার্য প্রথম পরিকল্পনা নিয়ে বলেন, কমিউনিটি ভিত্তিক কাপড় ধোয়ার সার্ভিস, যেখানে মানুষ কম দামে কাপড় ধুতে ও শুকাতে পারবে। হিসেব করে দেখেছি, মাত্র ৪০-৫০ লাখ টাকা খরচে ১০ টি হাই-পাওয়ার ওয়াশিং মেশিন ও ৩ টি ড্রায়ার থাকলেই হবে। এটি সম্ভব হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের(PPP) মাধ্যমে। এটিতে সমাজ ও প্রাইভেট কোম্পানিগুলোর পার্টনারশিপের মাধ্যমে গড়ে উঠবে। এতে পরিছন্ন পোশাক পরতে পারবে, সময় ও খরচ বাঁচবে। এতে সামাজিক উন্নয়ন সম্ভব হবে।
দ্বিতীয় পরিকল্পনা নিয়ে তিনি বলেন, কমিউনিটি কিচেন শেয়ারিং সার্ভিস। যাদের রান্নার জায়গা নেই বা ছোট খাবারের ব্যবসা করতে চায় তাদের জন্য এটি। এখানে রান্না হবে, খাবার বেচাকেনা হবে, রান্না শেখানো হবে। কয়েকটা পরিবার একসাথে রান্না করতে পারে তাহলে সামাজিক মিথস্ক্রিয়া বাড়বে।
তার মতে, তৃতীয় পরিকল্পনা হলো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ও কম্পোস্ট সার তৈরি করার পদ্ধতি চালু করা। এটির ফলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও চিন্তা দূর হবে। বিদ্যুৎ উৎপাদনের ফলে সমাজের মানুষদের উপকারে আসবে।
এসবের ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে।
পিনাকি আরো বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সমাজের সবাই অংশ নিতে পারবে। সারাবিশ্বে সবাই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত তার সমাধান আসবে এসব পরিকল্পনার মাধ্যমে।
নাহিদা