ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ইজতেমা ময়দানে রাতভর সংঘর্ষের বিস্তারিত জানালেন প্রত্যক্ষদর্শীরা

প্রকাশিত: ১২:৪১, ১৮ ডিসেম্বর ২০২৪

ইজতেমা ময়দানে রাতভর সংঘর্ষের  বিস্তারিত জানালেন প্রত্যক্ষদর্শীরা

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ মুসল্লি নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন।

যোবায়েরপন্থী প্রত্যক্ষদর্শীরা জানায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের আলেম-ওলামাদের চূড়ান্ত কথা হয়েছে যে, প্রথম ইজতেমা হবে আমাদের জুবায়ের পন্থীদের, দ্বিতীয় পর্বে হবে সাদপপন্থীদের। এই চূড়ান্ত সিদ্ধান্তের আলোকে আমরা কাজ করার জন্য এখানেে এসেছি। তারা মিমাংসিত জিনিসটাকে ঘোলা করে অতর্কিতভাবে রাত সাড়ে তিনটায় দেশী এবং বিদেশি অস্ত্র নিয়ে হামলা করে আমাদের সাতজন ভাইকে শহীদ করেছে। আমাদের শতশত সাথী ভাইদেরকে আহত করা হয়েছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানায়, যখন সময় দেড়টা আমরা তখন মাঠে অবস্থান করছিলাম প্রথমে কিছু সংখ্যক মানুষ এসে নদীর পাড়ে তান্ডব শুরু করেছে। আড়াইটার পর যখন আমরা টহল শেষ করে এসেছিলাম তখন সাদ পন্থীরা এসে আক্রমণ করেছিল। ২:৪০ এর দিকে ওরা আক্রমণ করার পর আমরা সবাই ঘুম থেকে উঠেছিলাম। যত রকম অবৈধ অস্ত্র সব ওদের কাছে ছিল। ওরা আমাদের ইট-পাটকেল দিয়ে মেরে আহত করেছিল। আমাদের কিছু সাথীরা মারাও গিয়েছে। ছুরি, চাপাতি, হাতুড়ি, রডসহ যত রকমের অবৈধ অস্ত্র ছিল ওদের কাছে ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আগেই ফয়সালা হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব কারা করবে। হঠাৎ করে গভীর রাতে আনুমানিক পৌনে তিনটার দিকে নিরীহ ঘুমন্ত লোকদের উপরে অতর্কিত হামলা করে। তারা ঘুমন্ত নিরীহ লোকদের উপর উপর হামলা করে আমাদের ভাইদেরকে খুন করেছে। আমার ভাইরা এখন মুমূর্ষ অবস্থায় বিভিন্ন হসপিটালে রয়েছে।

নাহিদা

×