ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

৫৪ বছরের আমাদের প্রত্যাশা ধূলিস্যাৎ হয়ে গেছে- নায়ক উজ্জ্বল

প্রকাশিত: ১১:০৯, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:২০, ১৮ ডিসেম্বর ২০২৪

৫৪ বছরের আমাদের প্রত্যাশা ধূলিস্যাৎ হয়ে গেছে- নায়ক উজ্জ্বল

জনপ্রিয় নায়ক এবং পরবর্তীতে পরিচালক-প্রযোজক আশরাফ উদ্দিন উজ্জ্বল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক এবং পরবর্তীতে পরিচালক-প্রযোজক আশরাফ উদ্দিন উজ্জ্বল। রাজনীতি, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের নানা দিক নিয়ে আলোচনায় বলেন, সংস্কৃতির কি দৈন্যদশা, আজকে আমাদের এখানে সংস্কৃতির উন্নয়ন করার জন্য কোন প্রতিষ্ঠান নেই, কোন রকমের একাডেমিক ফ্যাসিলিটিজ নাই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট এসব চর্চা করছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে একসময় তারা বলবে, আমি লেখাপড়া করেছি কিন্তু আমার তো চাকরি নেই। তারা কিসের চাকরি করবেন।

বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘নতুন প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখানে আমরা যতই প্রত্যাশা করি না কেন আমাদের প্রত্যাশা ধূলিসাৎ হয়ে গেছে। সামনের দিকেও একই ব্যাপার হবে। আমি মনে করছি যদি না পরিণত প্রজন্ম এবং নতুন প্রজন্ম এই দুই প্রজন্মের একটি জ্ঞানীগুণী অভিজ্ঞতার আলোকে তারুণ্যের জোশের সংমিশ্রণ না ঘটে তাহলে কখনোই কোন কাজের ইফেক্টিভ কিছু হবে না।

নাহিদা

×