ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

যে দুই কারণে বাংলাদেশ দখল করতে পারবে না ভারত, জানালেন শায়েখ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১০:৩৯, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:১৫, ১৮ ডিসেম্বর ২০২৪

যে দুই কারণে বাংলাদেশ দখল করতে পারবে না ভারত, জানালেন শায়েখ আহমাদুল্লাহ

আলেম ও ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের সুরে গান গাইছে আমাদের দেশের কিছু লোক। এই বিষয়ে জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ বলেছেন, বাংলাদেশের মানুষের অনেক নেতিবাচক জিনিস থাকলেও কিছু ইতিবাচক দিকও আছে,তারা কোন দুর্যোগ আসলে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে ঐক্যবদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এটা আমাদের শক্তির জায়গা। আরেকটা বিষয় দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষের মুসলিম। তারা যদি হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করার জন্য জীবন দেয়ার জন্য প্রস্তুত থাকে। তাই আমার মনে হয় না আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ দখল করতে কখনো পারবে বাংলাদেশ দখলের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ।

সম্প্রতি এক খুতবায় শায়েখ আহমাদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তবে এই ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে অনেক অনেক অনেক মানুষকে দেখলাম তারা যুদ্ধ চায়, যুদ্ধ চাওয়া আমাদের হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইবো না। হাদিসে বলা আছে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাইবো যুদ্ধ চাইবো না। আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক চাইবো তারা দাদাগিরি বন্ধ করুক আমাদের উপর দাসের আচরণ করা বন্ধ করুক।

তিনি বলেন, এদেশের মানুষ অনেক সহ্য করেছে, তারা আর অসহ্য করবে না। মানুষ খুবই ফুঁসে উঠছে একথা তাদের ভাবা উচিত, যদি এ বিষয়টি ভারত বুঝে তাহলে আমরা ভালো প্রতিবেশি হয়ে তাদের সাথে থাকতে চাই। এতে তাদের জন্য কল্যাণ আমাদের জন্যও কল্যাণ। এদেশের মানুষ জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র মুসলিমরা না অন্য ধর্মাবলম্বীরাও দেশের সার্বভৌমত্বের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশাল্লাহ। আমার মনে হয় এটা ভারতও জানে বাংলাদেশের মানুষ তাদের জাতীয় দুর্যোগে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করে। তারা যদি তাও এক্সপেরিমেন্ট চালাতে আসে তাহলে নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। এজন্য আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে, মানসিকভাবে তৈরি থাকতে হবে।

নাহিদা

×