এসিলেন্ট ডিসি হতে গেলে আগে লোকাল এমপি কে ধরলে উনি বললেন আইলে আর পোস্টিং হইতো না। অথচ আমাদের যখন পোস্টিং হইছে ছিল আমি এই ডক্টর মখলেস কে বলেছি যারা এগুলা করতেছে সবগুলারে সাসপেন্ড করে দাও। এইটাই করতে হবে এইটা না করার ফলেই আগের কালচারটা হয়ে গেছিল এই ১৫ বছরে এই ধরাধরি করা। লোকাল এমপিকে ধরে তখন তদবির করে আমার এই ওসি এরে নিতে হবে। ইউএনও অমুকরে দিতে হবে তারাই নিয়ে যেতেন কারণ যে যেতে চায় সে তার সঙ্গে এই যাওয়াটা এবং নেওয়াটা দুইটার মধ্যেই হলো অসৎ উদ্দেশ্য ।
তখন সরকার প্রধান মনে করেন দেশটা তার তো ডিসি তো মনে করবেই তার। ডিসির দোষটা কি ?ডিসি নিয়ে যেহেতু এত কথা আমরা এই যে কিছুদিনের মধ্যেই নতুন ফিট লিস্টের কাজ শুরু হবে । কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া থাকবে যাতে আর কোন এই ধরনের বিতর্ক হওয়ার সুযোগ না থাকে।
আমাদের ডিসিপ্লিন অ্যাপ আছে আপনারা দেখেছেন আমরা একটা প্রেস করেছিলাম গুরুদণ্ড লোকদন্ড এবং এটার আগে চারটা করে আবার স্লাব আছে এগুলো তো আছে প্রয়োগ নাই । আমাদের দেশে এখন একটা আইন করা উচিত নো মোর ল প্রচুর আইন আছে কিন্তু প্রয়োগ নাই প্রয়োগ যদি করেন এখনই ফল পাবেন।
রাজু