ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

দুর্নীতি-অনিয়মের আখড়া যেন তেজগাঁওয়ের ভূমি রেজিস্ট্রি অফিস!

প্রকাশিত: ০৯:০৪, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৯:২৩, ১৮ ডিসেম্বর ২০২৪

দুর্নীতি-অনিয়মের আখড়া যেন তেজগাঁওয়ের ভূমি রেজিস্ট্রি অফিস!

ছবি: সংগৃহীত

দুর্নীতি, অনিয়ম এবং সেবায় গ্রাহক হয়রানি বন্ধে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযান সম্পর্কে সংস্থার উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান।

তিনি বলেন, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানের সময় ছদ্মবেশে থাকা দুদক টিম দলিল সার্চ, যাচাই এবং নকল উত্তোলনের ক্ষেত্রে ঘুষ গ্রহণের প্রমাণ পায়। এতে জড়িত দুইজন নকলনবিশ ও একজন দালালকে অতিরিক্ত অর্থসহ আটক করে জেলা রেজিস্ট্রারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

অভিযানে দেখা যায়, অফিসে কোনো সিটিজেন চার্টার দৃশ্যমান নেই। দলিল নকল ও সার্চ সেবার ফি’র ক্ষেত্রে সংগৃহীত অর্থ এবং ট্রেজারি চালানে পাঠানো টাকার মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। পাশাপাশি, রেকর্ডরুমের মতো সংরক্ষিত স্থানে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের দিয়ে দলিল যাচাই করানোর তথ্যও টিমের নজরে আসে।

সেবাপ্রার্থীদের অভিযোগ অনুযায়ী, অফিসে বিভিন্ন পর্যায়ে হয়রানি ও সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া, তেজগাঁও ভূমি অফিসে সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগের ভিত্তিতে দুদকের আরেকটি টিম অভিযান পরিচালনা করে। ছদ্মবেশে থেকে ওই অফিসের সার্বিক সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

অভিযানে জানা যায়, গত জানুয়ারিতে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া ৬ জন দালালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। সেই মামলার তথ্যও সংগ্রহ করেছে দুদক টিম।

দুদক জানায়, এই দুই অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

সূত্র: বাসস

নাহিদা

×