ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক থোয়াই চিং মং চাক বলেছেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম নিয়ে বিভেদ থাকবে না।"
রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে ‘বিজয় দিবস: নতুন প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আমরা সবাই বাংলাদেশী পরিচয়ে পরিচিত হব। বাংলাদেশে চাক সম্প্রদায়ের মাত্র ৬ হাজার মানুষ থাকলেও কেউ কোনোদিন আমাদেরকে এভাবে পরিচয় দিতে দেয়নি।"
তিনি আরও বলেন, "পাশের দেশ ভারত আমাদের নিয়ে প্রপাগান্ডা তৈরি করছে। পাহাড়ে চলমান অশান্তির জন্যও ভারত দায়ী। তারা আমাদের আস্থার পরিবেশ নষ্ট করছে। তবে বাস্তবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। ভারত এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।"
গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
এম.কে.