ছবি: সংগৃহীত
সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারির আগে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা অপরিহার্য বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এ বিষয়ে অন্তত এক মাস সময় নেওয়ার সুপারিশ করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পূর্ববর্তী সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং ভিন্নমত দমনে ব্যবহৃত হওয়ায় তা বাতিল করা হয়েছিল। এটি জনগণের মাঝে স্বস্তি নিয়ে আসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে নতুন করে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ সাইবার নিরাপত্তা এবং অপরাধ দমন নিশ্চিত করবে বলে টিআইবি আশা করছে।
তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, খসড়াটি মাত্র তিন কর্মদিবসের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছিল, যা পর্যাপ্ত সময় নয়। এর ফলে, সংশ্লিষ্ট অংশীজন এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও মতামত অন্তর্ভুক্ত না হলে, অধ্যাদেশটির মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
টিআইবি সব অংশীজনের মতামত অন্তর্ভুক্ত করতে কমপক্ষে এক মাস সময় নিয়ে খসড়াটি পর্যালোচনা শেষে অধ্যাদেশ জারি করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি আশা করে, এই পদক্ষেপ সাইবার সুরক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।
এম.কে.