ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪১৮টি নতুন গাড়ি পাচ্ছে পুলিশ, ব্যয় ১৯০ কোটি টাকা

প্রকাশিত: ১৬:৫০, ১৭ ডিসেম্বর ২০২৪

৪১৮টি নতুন গাড়ি পাচ্ছে পুলিশ, ব্যয় ১৯০ কোটি টাকা

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশ ৪১৮টি নতুন গাড়ি পেতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে পাঁচটি ২৭০০ সিসি জিপ। এসব গাড়ি কিনতে মোট ১৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয় হবে। আন্দোলন এবং উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে পুলিশের ৪৫৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৭১৪টি নতুন গাড়ি কেনার প্রস্তাব পাঠানো হয়। এর মধ্যে ৪১৮টি গাড়ি কেনার জন্য সম্প্রতি সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।


গাড়ি এগুলোর মধ্যে রয়েছে ৫টি ২৭০০ সিসি জিপ যার প্রতিটি ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা দরে কেনা হবে। মোট খরচ হবে ৮ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা। ১৫টি ২০০০ সিসির জিপ যার প্রতিটি ৬৫ লাখ টাকায় কেনা হবে, মোট খরচ হবে ৯ কোটি ৭৫ লাখ টাকা। ২০০টি ২৫০০ সিসির ডাবল কেবিন পিকআপ যার প্রতিটি ৫৬ লাখ ২০ হাজার টাকায় কেনা হবে, মোট খরচ হবে ১১২ কোটি ৪০ লাখ টাকা । ৮টি মাইক্রোবাস যার প্রতিটি মাইক্রোবাসে ব্যয় হবে ৫২ লাখ টাকা। ১৬টি ট্রাক প্রতিটি ৩ টন ও ৫ টনের ট্রাক কেনা হবে, যার  প্রতিটির মূল্য যথাক্রমে ৩১ লাখ ৭৫ হাজার টাকা এবং ৩৯ লাখ টাকা। 

এছাড়াও ৪টি বড় নন-এসি বাস, ৫টি প্রিজনার্স ভ্যান, ১৫২টি পুলিশ ভার্সন মোটরসাইকেল ও ১টি শীতাতপ নিয়ন্ত্রিত ডগ ভ্যান কেনা হবে। এসব যানবাহনের অধিকাংশই কেনা হবে স্থানীয় দরপত্রের মাধ্যমে। কিছু যানবাহন কিনতে আন্তর্জাতিক দরপত্রেরও প্রয়োজন হবে।


অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের আওতায় নতুন গাড়ি কিনতে বিধি-নিষেধ আরোপ করে গত ৪ জুলাই পরিপত্র জারি করে অর্থ বিভাগ। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের ভস্মীভূত বা মেরামত অযোগ্য যানবাহন প্রতিস্থাপনের লক্ষ্যে ওই পরিপত্র শিথিল করে বিশেষ বিবেচনায় চলতি অর্থবছরের বাজেটে নতুন যানবাহন ক্রয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

এর আগে পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংখ্যক যানবাহন ক্রয়ের চাহিদা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল পুলিশের প্রধান কার্যালয়, যার একটি অনুলিপি অর্থ বিভাগেও পাঠানো হয়। 

আশিকুর রহমান

×