ছবি সংগৃহীত
সরকারের ৯টি মেগা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহ ৯টি মেগা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অন্তত ৮০ হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ পাওয়া গেছে।
দুদকের সূত্র অনুযায়ী, অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের নাম রয়েছে। কমিশন ইতোমধ্যে অভিযোগ যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, প্রাথমিকভাবে এ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলেও প্রক্রিয়ার সময় অন্য ব্যক্তিদের নামও উঠে আসতে পারে।
দুদকের অনুসন্ধানের ভিত্তিতে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন কমিশন সূত্র।
আশিকুর রহমান