ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করলো রেল শ্রমিকরা, স্বাভাবিক ট্রেন চলাচল

প্রকাশিত: ১৩:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৪

আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করলো রেল শ্রমিকরা, স্বাভাবিক ট্রেন চলাচল

ছবি সংগৃহীত

রেলপথে আজকের তিন ঘণ্টা দীর্ঘ অবরোধের পর অবশেষে আন্দোলনকারী অস্থায়ী গেটকিপার ও ওয়েম্যানরা রেলপথ ছেড়ে দিয়েছেন। তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন তারা। তবে, আন্দোলনকারীরা জানিয়েছেন যদি আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তাদের বেতন পরিশোধ না করা হয়। তবে ২২ ডিসেম্বর ফের রেলপথ অবরোধ করবেন তারা।

আজ দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছেড়ে দেন তারা। যার ফলে ঢাকার সঙ্গে রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এফডিসি রেলগেটে তারা অবরোধ শুরু করেন। যা ঢাকার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

অবরোধকারী গেটকিপার সাব্বির হোসেন জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে, তাদের বেতন বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ এসেছে। বেতন পরিশোধের জন্য আইবাসে ইনপুট দেওয়ার কাজ বাকি আছে। যা একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারা জানান, বৃহস্পতিবারের মধ্যে বেতন না হলে, আগামী রোববার ফের আন্দোলন করবেন তারা।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ জানান, বরাদ্দের অভাব এবং আইবাস সিস্টেমে জটিলতার কারণে বেতন পরিশোধে দেরি হয়েছে। তবে, তারা নিশ্চিত করেছেন যে, আগামী দুই দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে।

আশিকুর রহমান

×