উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্ন রেখে বলেছেন, আমাদের কেন দায়িত্ব নিতে হলো সরকারের?আমরা তো আমাদের কাজ আনন্দের সাথে, সফলতার সাথে করছিলাম। আপনি দেখাতে পারবেন এই উপদেশটা পরিষদে যারা আছে তারা যার যার কাজে সফল ছিল না? তাহলে কেন আমাদেরকে দায়িত্ব নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তকালীন সরকারের বড় প্রাধান্য এবং সেই সাথে এ সংস্কারও একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রেজওয়ানা হাসান আরও বলেন, যারা নির্বাচিত তারা ছাড়া অন্য কেউ যখন দায়িত্বে আসে, তারা কেন নির্চাচন ছাড়া দায়িত্ব নিতে আসতে হয় ? এটাও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। গণতান্ত্রিকভাবে সরকার গুলো একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেনা । এগুলো তো আপনাকে বিশ্লেষণ করতে হবে। ব্যাপারটা হচ্ছে দেশটা তো সবার আগে। যদি সংস্কারগুলো আপনারা মনে করেন বা জনগণ মনে করে, আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো, তাহলে আমাদেরকে তো দায়িত্বে বসাই দরকার ছিল না ।তাহলে আমাদেরকে কেন দায়িত্ব নিতে হলো?
তিনি বলেন, এখন যারা নির্বাচিত তারা ছাড়া অন্য কেউ যখন দায়িত্বে আসে তাদের কেন দায়িত্ব নিতে আসতে হয়? এটাও তো একটা বিশ্লেষণের প্রয়োজন । কেন তাহলে গণতান্ত্রিকভাবে সরকার গুলো একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেনা ? এগুলো তো আপনাকে বিশ্লেষণ করতে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার ওনারাই ভালো করতে পারবেন। এটাইতো গণতান্ত্রিক দেশের কথা। তাহলে ওনারা করেননি কেন ৫৩ বছর? রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতে হতো না। এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করতো না।
সাইদুর