ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাতাসে বিষ! দিল্লি প্রথম, ঢাকা দ্বিতীয় দূষিত শহরের তালিকায়

প্রকাশিত: ০৮:২৩, ১৭ ডিসেম্বর ২০২৪

বাতাসে বিষ! দিল্লি প্রথম, ঢাকা দ্বিতীয় দূষিত শহরের তালিকায়

দিন দিন বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের প্রভাবে ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ২৭৬, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচিত।

একই সময়ে ভারতের দিল্লি শহর ৪৮৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। পাকিস্তানের লাহোর শহর ২৭৫ স্কোর নিয়ে তৃতীয়, বসনিয়া-হার্জেগোভিনার রাজধানী সারাজেভো ২৬৭ স্কোর নিয়ে চতুর্থ এবং ভিয়েতনামের হ্যানয় শহর ২৩৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

রাজু

×