সাবেক বিচারপতি রউফ
সাবেক বিচারপতি রউফ বলেন, আমার জীবনে তো কয়েকবার স্বাধীনতা পেলাম। বারে বারে স্বাধীনতা আসে কিন্তু আমরা রাখতে পারি না। ঝাড়ফুঁক দিয়ে কি চলবে? দুর্নীতির জ্বিন কি ছাড়ানো যাবে?
তিনি আরো বলেন, ১৪ ই আগষ্ট ১৯৪৭ সাল। ব্রিটিশ তাঁড়াও। যে আশা নিয়ে ব্রিটিশকে তাড়ানো হলো সেই আশা গুড়ে বালি। আবার বাংলাদেশ স্বাধীনতা নিয়ে যে আন্দোলন করা হলো। সেখানেও কাঙ্খিত আশার পূরণ হলো না।
দুর্নীতির জ্বিন যদি না তাড়ানো যায়। তাহলে বাংলাদেশ তার লক্ষে পোঁছাবে না। এটি শক্ত হাতে মোকাবেলা করতে হবে না। গত ৫ আগষ্টা দেশ আরেকবার স্বাধীন হলো। কিন্তু যে যে উদ্ধেশ্যে নিয়ে তারা প্রাণ দিলো আমরা কি তা রক্ষা করতে পেরেছি?
শহীদ