মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। একাত্তর দেশের অস্তিত্ব, এর সাথে ৯০ কিংবা ২৪ কে মেলানো উচিত নয়। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এমন মত বিভিন্ন দলের রাজনীতিবিদদের।
তারা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরে এসেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়া জাতির ব্যর্থতা। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে ততই দেশে স্বস্তি ফিরবে বলে মন্তব্য করেন কেউ কেউ।
শীতের কুয়াশা ছড়ানো ৫৪ তম বিজয় দিবসের সর্বসাধারণের পাশাপাশি মিছিলে যোগ দেন দেশের সক্রিয় সব রাজনৈতিক নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান সকালে।
জেএসডি-রবের সভাপতি শ্রদ্ধা জানিয়ে আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। যেদিন সবাই ভাত খেতে পারবে, বাসস্থান হবে, কর্ম হবে সেদিনই বিজয় হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতে হবে। তাহলে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ এগিয়ে যাবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, একাত্তর দেশের অস্তিত্ব, এর সাথে ৯০ কিংবা ২৪ কে মেলানো উচিত নয়। ৯০ ও ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার অংশ।
নাহিদা