ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

ভেঙে পড়ল বিএনপির বিজয় কনসার্টের মঞ্চ

প্রকাশিত: ২১:১২, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:১৮, ১৬ ডিসেম্বর ২০২৪

ভেঙে পড়ল বিএনপির বিজয় কনসার্টের মঞ্চ

ছবি সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত কনসার্ট চলাকালে সাংবাদিকদের জন্য তৈরি একটি মঞ্চ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটে।

ভেঙে পড়া মঞ্চে উপস্থিত নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জাহানারা পারভীন এবং যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আরেফিন শাকিল।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাহানারা পারভীন জানান, "আমার হাত কেটে গেছে। আমাদের ক্যামেরাপার্সন তপন গুরুতর আহত হয়ে বর্তমানে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন।"

যমুনা টেলিভিশনের আরেফিন শাকিল বলেন, "কনসার্টে মঞ্চ ভেঙে আমার কোমরে এবং আমার ক্যামেরাপারসনের পায়ে চোট লেগেছে। আমাদের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। দোয়া করবেন।"

এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। আহতদের চিকিৎসার জন্য বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ড্যাবের চিকিৎসক নেতাদের বিষয়টি জানানো হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

এর আগে, কনসার্টটির আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "গত ১৫ থেকে ১৬ বছর ধরে বিজয় দিবসের যথাযথ উদযাপন করতে পারেনি দেশের মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "এবারের বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।"

এদিকে কনসার্ট উপলক্ষে দুপুর থেকেই সংসদ ভবনের আশপাশ এলাকায় বিপুল মানুষের সমাগম হয়। জাতীয় পতাকা হাতে ও মুখে আলপনা এঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কনসার্টে যোগ দেন। কনসার্টটি রাত ১১টা পর্যন্ত চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

 

আশিকুর রহমান

×