সব ধরনের ভোজ্যতেলের ওপর শুল্ক ও ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা লিটারপ্রতি তেলের দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমাতে পারে। পবিত্র রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যানোলা এবং সানফ্লাওয়ার তেলসহ সব ভোজ্যতেলে এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
সোমবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত আলাদা ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, পবিত্র রমজান উপলক্ষে তেল আমদানিতে বিদ্যমান সব ধরনের আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাজারে তেল বিক্রির ক্ষেত্রে ভ্যাটও তুলে নেওয়া হয়েছে।
এছাড়া আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ মূসক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে আমদানির সময় শুল্কের বোঝা কমে আসবে। এনবিআরের হিসাবে, সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলের আমদানি খরচ প্রতি লিটারে ৪০ থেকে ৫০ টাকা কমে যাবে।
এই সিদ্ধান্তের ফলে ভোজ্যতেলের সরবরাহ বাড়বে এবং বাজারে মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছে এনবিআর।
নাহিদা