ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

আমরা সরকারের বিরুদ্ধে নামলে রাত ভোর হবে না: গয়েশ্বর

প্রকাশিত: ২০:২৮, ১৬ ডিসেম্বর ২০২৪

আমরা সরকারের বিরুদ্ধে নামলে রাত ভোর হবে না: গয়েশ্বর

খুলনা মহানগর ও জেলা কমিটির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে নামলে রাত ভোর হবে না। নেমে যেতে হবে। কিন্তু সেটা আমরা চাই না।’

 

তিনি আরো বলেন, রাজনীতিবিদরা নাকি সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। যদি এই মুহূর্তে নামি, তাহলে রাত ভোর হবে না। (সরকারকে) নেমে যেতে হবে। কিন্তু সেটা আমরা চাই না, আমরা চাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আপনারা এসেছেন, আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য।’

সংস্কারের কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন , সংস্কার একটি চলমান ব্যবস্থা, যা আগামীতেও থাকবে। তাই নির্বাচনের জন্য সংস্কারে কারও আপত্তি নাই। কিন্তু সংস্কারের জন্য নির্বাচন? কোনটা সেটা স্পষ্ট করার জন্য তিনি আহ্বান জানাচ্ছি।

 

 

ফুয়াদ

×