জুলাই গণঅভ্যুথান পরবর্তী সময় ও বাংলাদেশের সরকার বদল ঘিরে বাংলাদেশের সাথে ভারতের তিক্ততা বাড়ছে। কেবল ক্ষমতাসীন বিজেপি নয় কংগ্রেস পার্টির রাজনীতিবিদরাও বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় এবারে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। সোমবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের আহ্বান তিনি।
এছাড়াও সম্প্রতি এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি বলেন, ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা হবে। আগে আমরা আত্নরক্ষামূলক নীতি অনুসরণ করলেও এখন সেটির পরিবর্তন আসবে।
নাহিদা