বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও চবি’র সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। ছবি:সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও চবি’র সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আমাদের যে ইতিহাস সেটি ৭১ থেকে নয়, ৪৭ দিয়ে শুরু। ৪৭, ৫২ ৭১ ও ২৪ সব একই সূত্রে গাঁথা। এই দেশের মানুষের শান্তির জন্য, দেশের সার্বভৌত্বের জন্য, মানুষের মুক্তির জন্য এই ৭১ থেকে ২৪ এর যাত্রা। সোমবার(১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭১ ও ২৪ একই সূত্রে গাঁথা কিন্তু এখন একটি মহল এই দেশের ভূমিকে নিয়ে, এই দেশের সার্বভৌত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারই ফলস্বরুপ দেখতে পাই তারা ৭১ এবং ২৪ কে একটি কনফ্লিক্টের মধ্যে ফেলতে চায়। তারা ৭১ দিয়ে ২৪কে মুছতে চায় অথবা ২৪ দিয়ে ৭১ কে মুছতে চায়।
তিনি আরো বলেন, এই ২৪ ও ৭১ বাংলার মানুষের ইতিহাস। এই ইতিহাস বিকৃতি করার চেষ্টা করলে বাংলার মানুষ তা শক্ত হাতে মোকাবিলা করবে।
নাহিদা