ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরলেন লন্ডনপ্রবাসী বিএনপি নেতা সফিকুর রহমান রিবলু

প্রকাশিত: ১৯:৩৪, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরলেন লন্ডনপ্রবাসী বিএনপি নেতা সফিকুর রহমান রিবলু

বিএনপি নেতা সফিকুর রহমান

দীর্ঘ ১২ বছর পর লন্ডন থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম রিবলু। গত শনিবার বিকেলে ঢাকায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। 

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পর বিমানবন্দরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। লন্ডনপ্রবাসী বিএনপি নেতা রিবলুকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রিবলুর সঙ্গে কুশল বিনিময় করেন তারা। 

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফিকুল ইসলাম রিবলু বলেন, ১/১১ এর সময় সেনাবাহিনী আমাকে ধরে নিয়ে গিয়ে চরম নির্যাতন করে। আন্দোলন করার কারণে ২০০৯ সালে কারাভোগ করেছি। গাড়ি ভাংচুর ও অগ্নিস্যযোগের অভিযোগে বর্তমানে আমার নামে তেরোটি মামলা চলমান রয়েছে। 

রিবলু জানান, ২০১৩ সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে পিকেটিং চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি। বাম চোখে গুলি লাগায়, অন্ধত্ব বরণ করতে হয় তাকে। এছাড়াও অসংখ্যবার রাজপথে হামলার শিকার হয়েছেন বলে জানান রিবলু। 

এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদকসহ বেশ কয়েকটি পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সফিকুল ইসলাম রিবলু বর্তমানে জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এছাড়া ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করছেন।

আর কে

×