ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হরুনুর রশীদের বাড়ির দেয়ালে জয় বাংলা স্লোগান লিখে সেটির ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুন্সি নজরুল ইসলাম সুজন। গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে এ কাজ করেন তিনি।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. রইস উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় সাবেক এমপি হারুনুর রশীদের পাঠান পাড়ার বাড়ির সামনের দেয়ালে রঙ দিয়ে জয় বাংলা লিখেন মুন্সি নজরুল ইসলাম সুজন। এরপর লেখার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন তিনি। আজ সোমবার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি মো. রইস উদ্দিন বলেন, মুন্সি নজরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তাবিব