ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

নির্বাচন পেছানোর চেষ্টা করলে ১৭ মিনিটের মধ্যেই সরকারের পতন হবে: পার্থ

প্রকাশিত: ১৮:০১, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:০২, ১৬ ডিসেম্বর ২০২৪

নির্বাচন পেছানোর চেষ্টা করলে ১৭ মিনিটের মধ্যেই সরকারের পতন হবে: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই যদি বর্তমান সরকার এটি করতে চায়, তাহলে ১৭ মিনিটের মধ্যেই সরকারের পতন হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার বনানীতে বিজয় র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ সতর্কতা জানান।

পার্থ বলেন, যদি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য সময়ক্ষেপণ করা হয়, তবে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভাল ফল বয়ে আনবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জন করার পরও দেশের জনগণ মুক্তি পায়নি। তিনি মনে করেন, যদি ভালো মানুষ রাজনীতিতে অংশগ্রহণ না করেন, তবে কোনো সংস্কার সফল হবে না।

এ সময় তিনি তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে অংশ নেয়ার আহ্বান জানান। বিজেপি চেয়ারম্যান বলেন, ১৭ বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপনের সুযোগ এসেছে এবং এই সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না।
পরবর্তীতে পার্থর নেতৃত্বে বিজয় দিবসের র‌্যালি বের হয়, যা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বনানী মাঠ হয়ে গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে শেষ হয়।

নাহিদা

×