বঙ্গবীর কাদের সিদ্দিকী।
স্বাধীনতা জীবনে একবারই হয়, মানুষের জন্ম যেমন, জন্মের পরে মৃত্যু যেমন, স্বাধীনতা ঠিক তেমনই বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, বিজয় মাঝে মাঝেই আসে, তার মধ্যে দিয়ে অনেককিছু অর্জন হয়।
আজ, ১৬ ডিসেম্বর সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের বিজয়ে সত্যিই একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে। এই দেশ মানুষের দেশ, এই দেশকে মানুষের চাহিদামত পরিচালনা করা হয়নি। সেকারণেই মানুষের সমস্ত বিক্ষোভ ফুটে উঠে বৈষম্যবিরোধী আন্দোলনে সফলতা এসেছে। তিনি সেই বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতাকে অভিনন্দন জানিয়েছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভোট নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছিলো নির্বাচনের লড়াইকে অস্বীকার করার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যই বাংলাদেশকে বানিয়েছে, সেটা বারে বারে ভূলন্ঠিত হয়েছে, ব্যহত হয়েছে এবং ২৪-র বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতায় এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ।
খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে বা সময়ের মধ্যে নির্বাচন না হলে কিংবা নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে, শেখ হাসিনার প্রতি যেমন বিক্ষুব্ধ হয়েছিলো তার চেয়েও বেশি সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে। যখন যে ক্ষমতায় থাকে, সেই ইতিহাসের মহানায়ক সাজতে চায় কিন্তু সেটা সত্য নয়।
অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে তেমনি ভবিষ্যৎ অন্ধকার হবে। "বঙ্গবন্ধু জাদুঘর" পুড়িয়ে দেওয়া অন্যায় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা এখন সরকারের ক্ষমতায় এবং যারা আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই এই কথাটি তাদের বলা সময়ের দাবি ছিলো।
রিয়াদ