ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪

প্রকাশিত: ১৫:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৫:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৪

আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে।যেখানে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে স্মরণ করা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি।

 

সোমবার দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে মিলিত হন আন্দোলনের কর্মীরা।

শোভযাত্রার ব্যানারে লেখা ছিল ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪’। সামনের সারিতে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দ্বিতীয় সারিতে থাকা আন্দোলনের নারী কর্মীরা বহন করছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার উপস্থিত ছিলেন শোভাযাত্রায়।

 

 

 

 

ফুয়াদ

×