ছবি: সংগৃহীত
বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক শফিক রেহমান অভিযোগ করেছেন, অনেক গণমাধ্যম শেখ হাসিনার দেশত্যাগকে "পালিয়ে যাওয়া" বলে উল্লেখ করতে চাইছে না। তিনি বলেন, "যে স্বৈরশাসক সম্প্রতি পালিয়ে গিয়েছেন, অনেক কাগজে পালিয়ে গেছেন শব্দ লিখতে চায় না। তারা লিখেন, তিনি ভারত গেছেন। কেন? সে প্রশ্নের উত্তর তারাই জানেন।"
রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
তিনি শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "ডারহাম বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছিল। কিন্তু আমার সন্দেহ, তিনি বাংলা ঠিকমতো লিখতে পারেন কি না। শেখ হাসিনা অশিক্ষিত পরিবারের সন্তান। শিক্ষিত প্রমাণ করতে বিভিন্ন ডিগ্রি নিয়েছেন।"
বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন। শফিক রেহমান বলেন, "দেশে যেভাবে বিভিন্ন খাতে সংস্কার হচ্ছে, সেভাবে বিদেশি দূতাবাসগুলোকেও সংস্কারের আওতায় আনা উচিত। তাদের আসল কাজ কী, তা অন্তর্বর্তী সরকার খতিয়ে দেখা উচিত।"
তিনি আরও দাবি করেন, ডারহাম বিশ্ববিদ্যালয়ের দেওয়া ডক্টরেট ডিগ্রি এবং বঙ্গবন্ধু চেয়ার বাতিল করা উচিত। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, "আপনি একজন নকলবাজ। আমার সঙ্গে বাংলা ও ইংরেজি লেখার প্রতিযোগিতা করুন।"
এম.কে.