বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা।
বুধবার (১২ ডিসেম্বর) নড়াইলে এক মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাহফিলে বয়ানের এক পর্যায় মাওলানা মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। কারণ আমি খালেদা জিয়া ও শেখ হাসিনা থেকে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি।
আমি তাদের থেকে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না। কথা বুঝবেন। আমি বলি না আমি উত্তম। কে উত্তম আর কে অনুত্তম সেটা আল্লাহ পাকের কাছে গেলে তিনি তার ফয়সালা করবেন। আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, দুনিয়ায় আলেম উলামা যা বলবেন তা শুনবেন। তাদেরকে নেতা মনে করবেন। কর্মীরা যেভাবে নেতার কথা শুনে।
আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আলেমদের কথা শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজগুটিয়ে পালিয়ে যাবেন।’
ফুয়াদ