ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক করুন,ইন্ডিয়া এসে পা ধরবে:এম এ হক

প্রকাশিত: ১২:০৭, ১৬ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক করুন,ইন্ডিয়া এসে পা ধরবে:এম এ হক

কর্নেল এম এ হক

পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক করুন,ইন্ডিয়া এসে আমাদের পা ধরবে বলে মন্তব্য করেছেন কর্নেল এম এ হক।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টকশোতে কর্নেল এম এ হক বলেন, ইন্ডিয়া প্রতিমুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। আমি বলতে চাই, কিছুই করতে হবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। আমাদের লস নেই লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। চীনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তখন ইন্ডিয়া আমাদেরকে দাদা দাদা,ভাই ভাই করে ডাকবে। আমাদের পায়ে এসে পড়বে।

তিনি আরও বলেন,সার্ক যদি বাস্তবায়ন হতো তাহলে আমরা সমতার ভিত্তিতে কূটনীতি প্রয়োগ করতে পারতাম কিন্তু ইন্ডিয়া সেটা করতে দেয়নি। আজকে অনেকেই ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তাদের সাম্প্রদায়িকতা দেখেনা বুদ্ধিজীবীরা ! হাসিনার মত কুৎসিত নিকৃষ্ট স্বৈরশাসককে আশ্রয় দিয়েছে ভারত। তারা শুধু তাকে না তার দলবলসহ আশ্রয় দিয়েছে। ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতো তাহলে বাংলাদেশের শত্রুদের আশ্রয় দিত না।

আওয়ামী লীগ প্রসঙ্গে এম এ হক বলেন, আওয়ামী লীগ কী কোন বাংলাদেশের দল? ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছে ৪ঠা জানুয়ারি ১৯৪৮ সালে ।কারা প্রতিষ্ঠিত করছে? আপনি খোঁজ দিয়ে দেখবেন,  আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ার অর্থায়নে এবং তারা গত ১৬ বছরে দেশটাকে অর্থশূন্য করে দিয়েছে। দেশটাকে ধ্বংস করে দিয়েছে! কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে কিছু দালাল গড়ে উঠেছে। তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলে। লজ্জা হয় না তাদের!

সাইদুর

×