ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

এক হুজুরের ঘাড় মটকালে, সেখান থেকে হাজার হুজুর জন্ম নিবে: মামুনুল

প্রকাশিত: ১১:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪

এক হুজুরের ঘাড় মটকালে, সেখান থেকে হাজার হুজুর জন্ম নিবে: মামুনুল

সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক এক ইসলামী সভায় বলেছেন,একজন হুজুরের ঘাড় মটকালে, সেখান থেকে হাজার হুজুর জন্ম নিবে।

খোঁজ নিয়ে জানা যায় (১২ই ডিসেম্বর)  নড়াইলে এক মাহফিলে তিনি এসব কথা বলেন।

নসিহতের কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, এটা হলো নসিহত। এ পরাজিত শক্তির প্রতি নসিহত হলো এই, আপনাদের বিগত ৫০ বছরের চলার বিষয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায়, আপনাদের সবচেয়ে বড় ভুল আপনারা আলেমদের থেকে আপনাদের ভুল-ত্রুটির সংশোধনের কথা বরদাশত করতে পারেন না।

আপনারা চান, সব হুজুর আপনাদের চাটুকারিতা করুক। জেনে রাখুন আপনারা একজন হুজুরের ঘাড় মটকাবেন, সেখান থেকে হাজার হুজুর জন্ম নিবে। পারবেন না, অতীতেও পারেনি। অনেক প্রতাপশালী, অনেক রাজা-বাদশাহ অতিক্রম করে গেছে, যাদের নাম নেয়ার আজ কোনো লোক বেঁচে নেই, আর যারা হকের কথা বলে গেছেন, সত্য কথা বলে গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের আলোচনা আল্লাহ তাআলা তাদের নাম চমকিয়ে দিয়েছেন।

ফুয়াদ

×