সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক এক ইসলামী সভায় বলেছেন, ‘আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবে, লড়াই বাঁধবে। আমি মরলে জান্নাতে যাবো আর কোরআনের কথা বললে বাধা দিতে গিয়ে তুমি মরলে জাহান্নামে যাবে। নমনীয় আমি হবো কেনো?
খোঁজ নিয়ে জানা যায় সম্প্রতি নড়াইলে এক মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবে, লড়াই বাঁধবে।
বাঁচা মরার কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, আমি যেখানে মরলে শহীদ বাঁচলে গাজী, মরে গেলে জান্নাতে যাবো, আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও মাথা নুয়ায়ে ভালো হয়ে সামনে চলে আসো।’
ফুয়াদ