ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

মোদি যা চেয়েছেন, শেখ হাসিনা তাই করেছেন- ড. জাহেদ উর রহমান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:১০, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:১৫, ১৬ ডিসেম্বর ২০২৪

মোদি যা চেয়েছেন, শেখ হাসিনা তাই করেছেন- ড. জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. জাহেদ উর রহমান সম্প্রতি মন্তব্য করেছেন যে, গত ১৫ বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মূলত আওয়ামী লীগ এবং দলের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভরশীল ছিল। তিনি বলেন, "মোদি যা চেয়েছেন, শেখ হাসিনা তাই করেছেন," যা ইঙ্গিত দেয় যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছার প্রতি শেখ হাসিনার আনুগত্যের কারণে দুই দেশের সম্পর্ক উন্নত হয়েছে। 

এছাড়া, তিনি ভারতের মিডিয়ার আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়ার ভয়ংকর মিথ্যাচারের বিষয়ে। 

ড. জাহেদ উর রহমানের এই মন্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জেআই

×