ছবিঃ সংগৃহীত
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এই তোপধ্বনি মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পরিচালিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় একটি আর্টিলারি রেজিমেন্ট এই বিশেষ গান স্যালুট প্রদর্শন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
ভোর সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে, বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতির প্রতি এই দিনটি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে উদযাপিত হচ্ছে, যেখানে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে।
জাফরান