ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পরিবর্তন আসছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়!

প্রকাশিত: ০৯:২২, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

পরিবর্তন আসছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়!

চলছে বিজয়ের মাস  ডিসেম্বর।মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্নত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন পর্যন্ত বিতর্কমুক্ত তালিকা করতে পারেনি কেউ।যার জন্য সঠিক মুক্তিযোদ্ধার সংখ্য নিয়ে এখনো রয়ে গেছে বিতর্ক।

 

মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর আরেকবার পরিবর্তন আসতে পারে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়।

প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা। অন্যদিকে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসাসেবা প্রদানকারী, শিল্পীসমাজসহ যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের ‘যুদ্ধ সহায়ক’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়সেও পরিবর্তন আসতে পারে।

মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স হতে পারে ১৩ বছর।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সূত্র জানিয়েছে, ২০২২ সালের জামুকা আইন সংশোধন করে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমকে চেয়ারম্যান করে পরবর্তী তিন বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট জামুকা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠনের পর গত ২৪ নভেম্বর জামুকার ৯১তম সভা এবং ২ ডিসেম্বরের মুলতবি সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

ফুয়াদ

×