ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

উদ্যানে মাদকসেবীদের আড্ডা ভেঙে দিল যৌথবাহিনী

প্রকাশিত: ০৩:০৯, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৩:১১, ১৬ ডিসেম্বর ২০২৪

উদ্যানে মাদকসেবীদের আড্ডা ভেঙে দিল যৌথবাহিনী

ছবি সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। তবে এই অভিযানে কতজন আটক করা হয়েছে তা জানা যায়নি।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর অভিযানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

খালিদ মনসুর বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান দিন-রাত মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে মাদক সেবন করছে। বিশেষ করে কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছে। উদ্যানে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছে। এমনকি মাদক নিয়ে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটছে।”

আশিকুর রহমান

×