ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

ভাতাভোগী অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধা!

প্রকাশিত: ০০:৪৬, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৫১, ১৬ ডিসেম্বর ২০২৪

ভাতাভোগী অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধা!

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুকী আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুকী আজম বলেছেন, মুক্তিযোদ্ধার ভাতাভোগী অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধা। গত ১৫ বছরে মুক্তিযোদ্ধা পরিচয় যারা ভাতা নিয়েছেন সেই ভাতা সুদে-আসলে ফেরত নেবে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। সম্প্রতি বেসরকারি  টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুকী আজম বলেছেন বাংলাদেশের চেতনা মুক্তিযোদ্ধাদের এই জায়গায় ও গত ১৫ বছর আওয়ামী সরকারের দুর্নীতি পৌঁছেছে। ভাতার তালিকায় অনেক অ-মুক্তিযোদ্ধা রয়েছে। তারা সত্যিকারের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছে এবং তাদের খুঁজে বের করতে কমিটি গঠন করা হয়েছে। তালিকা পাঠানো হয়েছে সব জেলা উপজেলায়। যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছে, তারা যদি প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দেয়া হবে এবং দীর্ঘসময় তারা যে মুক্তিযোদ্ধার সুবিধা ভোগ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছে। এমন তথ্যের ও যাচাই-বাছাই শুরু করেছি আমরা। এই সংখ্যার কোন দলিলগত প্রমাণ নেই। এ নিয়েও বিভ্রান্ত রয়েছে জনগণে মধ্যে। মুক্তিযোদ্ধ মন্ত্রণালয় পাঁচ হাজার দুইশত ছিয়াশি জনকে শহীদের ভাতা দেয়। তাহলে যদি আমরা এত বড় সংখ্যা বলি ওরা কেন ভাতা পাবে না। কোন কিছু আরোপিত হলে আমরা তা গ্রহণ করবোনা।

সাইদুর

×