ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিজয় দিবস শুধু আমাদের গর্বের উৎসই নয়, এটি শপথেরও দিন: ড. ইউনূস

প্রকাশিত: ০০:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবস শুধু আমাদের গর্বের উৎসই নয়, এটি শপথেরও দিন: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত

বিজয় দিবসের প্রাক্কালে রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, সোমবার উদযাপিত হতে যাওয়া বিজয় দিবস আমাদের গর্বের উৎসই নয়, এটি শপথেরও দিন।

“এই শপথ হলো একতাবদ্ধ থাকা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা,” বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন।

ড. ইউনুস মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে স্মরণ করেন।

“আমরা শপথ করি যে ছাত্র, শ্রমিক ও জনতার গণআন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তুলব,” তিনি বলেন।

ড. ইউনুস বলেন, সরকার দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে বদ্ধপরিকর। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং স্মরণীয় বলে মন্তব্য করেন তিনি।

ড. ইউনুস বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা এবং জাতি হিসেবে আত্মপরিচয় লাভ করে। আমরা লক্ষ লক্ষ শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি।
সবশেষে তিনি সকলকে ২০২৪ সালের বিজয় দিবসের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

নাহিদা

×