ছবি: সংগৃহীত
সাংবাদিক আশরাফ কায়সার বলেছেন, ইসলামিক আদর্শ নিয়ে কারো যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে সমস্যা কোথায়, তাকে জঙ্গি বলার কোনো মানে নেই। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কংগ্রেস, মমতা ও বিজেপি সবাই এক হয়েছে, তারা বলছে বাংলাদেশ নাকি ক্রমাগত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ভারতের সার্বভৌমত্বের জন্য কারণ এরকম বয়ান শেখ হাসিনা তৈরি করে গিয়েছে।ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে, তালেবান স্টাইলে সরকার গঠিত হচ্ছে, এই জিনিস আওয়ামী লীগ স্ট্যাবলিশ করে গিয়েছে। মোদি যেমন হিন্দুদের রক্ষাকর্তা হতে চেয়েছিলেন, হাসিনাও জঙ্গিবাদ বিক্রি করেছে। তিনি ইউরোপীয়ানদের বুঝিয়েছেন, আমি ক্ষমতায় না থাকলে ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নিবে। তাই তিনি বেনজির, হারুনদের দিয়ে জঙ্গিবাদের নাটক সাজায়।
তিনি আরো বলেন, আমি হলফ করে বলতে পারি, এরা অনেকেই জঙ্গি ছিল না।আমি একজনের সাথে কথা বলেছিলাম।উনাকে ক্রমাগত জিজ্ঞেস করা হত উনি আফগানিস্তানের বা পাকিস্তানের কোথায় ট্রেনিং নিয়েছেন। বেচারা একজন সবজি বিক্রেতা,কোথায় ট্রেনিং নিবে সে!
আশরাফ কায়সার বলেন, আওয়ামী লীগ নির্বাচন দেয়নি কারণ তাদের মতে ইসলামিস্টরা ক্ষমতা নিবে। আওয়ামী লীগ অত্যন্ত গহির্ত পাপাচারের সাথে জড়িত ছিল। শুধু দৃশ্যমান নির্বাচন কেড়ে নিয়েছে তা কিন্তু না। বিদেশে বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে।
ভারত ইস্যুতে তিনি মন্তব্য করেন, ভারতীয় গণমাধ্যমের ৮০ ভাগ বাংলাদেশ সম্পর্কিত বিষয়। ভারত সরকার আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিবেচিত তাদের অনেক জনগোষ্ঠীর কাছে। ভারতের আমাদের নিয়ে এত মাথাব্যথা কেন এই প্রশ্নও তোলেন তিনি।
নাহিদা