ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৯, ১৫ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হাবিবুল্লাহ (১৮) নামে যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। তিনি পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন তিনি।

 

রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজার ওয়ার্লেস মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

নিহত হাবিবুল্লাহ'র বাবা মো. নায়েব আলী জানান, তাদের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার সানাদিয়া গ্রামে। বর্তমানে মগবাজার মিডিয়া গলিতে থাকতেন।

তিনি আরও জানান, শনিবার রাতে গ্রামের বাড়ি থেকে রওনা দিয়ে ভোরে ঢাকার মগবাজার মোড়ে বাস থেকে নামেন। সেখান থেকে বাসায় যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী মাথাসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আহত অবস্থায় তিনি একাই মগবাজারের বাসায় যান। পরবর্তীতে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথায় ও শরীরে ছুরিকাঘাত রয়েছে।

তাবিব

×