ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

চীন থেকে যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ!

প্রকাশিত: ২৩:২৬, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৪

চীন থেকে যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ!

বাংলাদেশ চীন থেকে ১৬টি জেএফ-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

এই গুজবটি সামনে আসে যখন ১৫ থেকে ১৮ নভেম্বর এয়ার মার্শাল হান্নান চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (PLAAF) আমন্ত্রণে চীন সফর করেন।

কিছু সূত্র জানায়, হান্নান সরাসরি জেএফ-১০সি উল্লেখ করেছেন, আবার অন্য সূত্র বলছে তিনি কেবল মাল্টিরোল যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার কেনার বিষয়ে সাধারণ আলোচনা করেছেন। তবে এর আগে আগস্ট মাসে জেএফ-১০সি কেনার সম্ভাবনা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তার সঙ্গে এই গুজব মিলে যাচ্ছে।
জেএফ-১০সি যুদ্ধবিমান উন্নত অ্যাভিওনিক্স, AESA রাডার এবং আধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যতার জন্য খ্যাত। এর দ্রুত উৎপাদন এবং সরবরাহ ক্ষমতা এটিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে। পাকিস্তান ইতোমধ্যে এই বিমান ক্রয় করেছে এবং কয়েক মাসের মধ্যেই প্রথম ব্যাচ পেয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর ইতিবাচক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছে।
চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং চীনা যুদ্ধবিমান পরিচালনার অভিজ্ঞতা জেএফ-১০সি কেনার ক্ষেত্রে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে। চীনের কাছ থেকে সরঞ্জাম কেনা বাংলাদেশের জন্য সরবরাহ ও রক্ষণাবেক্ষণ উভয় দিক থেকেই সহজ।
পশ্চিমা যুদ্ধবিমান কেনা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কঠিন। একই সঙ্গে, রাশিয়ার সরবরাহ দেরি করছে কারণ তারা ইউক্রেনের যুদ্ধে জড়িত। এসব পরিস্থিতি জেএফ-১০সি-কে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্পে পরিণত করেছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রথম পর্যায়ে ১৬টি জেএফ-১০সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যা পুরনো এফ-৭এমবি স্কোয়াড্রনের পরিবর্তে একটি "স্টপগ্যাপ" হিসেবে ব্যবহার করা হবে।

নাহিদা

×