ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

হাসিনার ১৫ বছরে সবচেয়ে বেশি গুম ২০১৬ সালে!

প্রকাশিত: ২৩:২০, ১৫ ডিসেম্বর ২০২৪

হাসিনার ১৫ বছরে সবচেয়ে বেশি গুম ২০১৬ সালে!

ছবি সংগৃহীত

শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে ২০১৬ সালে। এমনই এক ভয়ংকর তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন থেকে। কমিশন জানিয়েছে, এই সময়কালে রাজনৈতিক উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র‌্যাবকে ব্যবহার করা হয়েছে। গুম সংক্রান্ত কমিশনের তদন্তে ২০১৬ সালেই শুধু ১৩০টি গুমের অভিযোগ পাওয়া গেছে। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

গতকাল (শনিবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে । কমিশন জানায়, তারা মোট ১,৬৭৬টি গুমের অভিযোগ পেয়েছেন। হাসিনা সরকারের পতনের ২২ দিন পর ২৭ আগস্ট কমিশনটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। 

কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, "আমরা এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। এখন পর্যন্ত ১৬০০-১৭০০ গুমের অভিযোগ পেয়েছি। এগুলো যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।তবে অধিকাংশ অভিযোগ আমাদের তদন্তের সাথে মিলছে।" 

গুম সংক্রান্ত কমিশনের সদস্য আরও জানান, "প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নির্দেশনা দিয়েছেন এবং তাদের বিশেষ লোকেরা সেগুলো বাস্তবায়ন করেছে।" 

গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটলেও ২০১৮ সালে ৮৯টি, ২০১৭ সালে ৮৪টি, ২০১৫ সালে ৭৮টি এবং ২০১৩ সালে ৭৩টি গুমের অভিযোগ পাওয়া গেছে।

কমিশন জানায়, গুমের ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তারা। তবে আলামত নষ্ট হওয়ায় তদন্ত সময়সাপেক্ষ হতে পারে।

এই কমিশন আরো জানায়, সরকারের সহযোগিতায় গুমের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনা সম্ভব। বিশেষ করে, র‌্যাবের নির্দেশনায় নানান গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলে। 

 

আশিকুর রহমান

×