ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

শিবিরের পক্ষে কথা বলি, আমি কত খারাপ:আসিফ নজরুল

প্রকাশিত: ২২:১৮, ১৫ ডিসেম্বর ২০২৪

শিবিরের পক্ষে কথা বলি, আমি কত খারাপ:আসিফ নজরুল

উপদেষ্টা আসিফ নজরুল

সম্প্রতি একটি সেমনিারে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শিবির বলে কাউকে নির্যাতন করা হতো, তখন কেউ যেত না ভয়ে, আমি যেতাম। অনেক প্রগতিশীল আছেন যারা কেউ কেউ আমার সাথে কথা পর্যন্ত বলতো না। কারণ আমি শিবিরের পক্ষে কথা বলি, আমি কত খারাপ !

আাসফ নজরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন শরীফ পড়ার অপরাধে টেনে নিয়ে পিটিয়েছে আমার ’ল’ ডিপার্টমেন্টের ছাত্রদের। কেউ আসেনি ভয়ে, আমি তাদের সাথে দাঁড়িয়ে ছিলাম এবং তাদেরকে রক্ষা করেছিলাম এত কষ্ট লেগেছে ছাত্রদের উপর নির্যাতন করেছে।

তিনি আরও বলেন,হাজার হাজার মানুষ আমাকে যা তা লেখে, তাতে কি হয়েছে! আমি তো জানি আমি সৎ পথে আছি। দিনশেষে যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করিনি তাহলে এক কোটি মানুষ যদি বলে তাহলে আমার কি হয়েছে। জিয়াউর রহমানের মত লোককে বলা হয়েছিল পাকিস্তানের এজেন্ট! খালেদা জিয়ার মত বৃদ্ধা মহিলাকে বলেছে সে নাকি মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে। প্রধানমন্ত্রী তার সম্পর্কে এ ধরনের কথা বলেছে। আরো অনেক নোংরা কথা বলেছে আমাদের মহান মুক্তিযুদ্ধাদের নিয়ে তাতে কি হয়েছে!

সাইদুর

×