ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

‘আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলা করেছে’

প্রকাশিত: ২১:৪২, ১৫ ডিসেম্বর ২০২৪

‘আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলা করেছে’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আওয়ামী লীগ মনে করে হিন্দুদের ভোটগুলোর তাদের একচ্ছত্র অধিকার এবং আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া হিন্দুদের আর কোনো উপায় নেই। তারা মনে করে হিন্দুরা থাকলে ভোট, চলে গেলে জমি। ফলে তারা যখন ক্ষমতায় আসে তখন নাসিরনগর, রামু, অভয়নগরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে।’

 

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

রুমিন ফারহানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ সংখ্যালঘুদের জমি দখল করেছে, তাকে কোনোরকম বিচার বা জবাবের মুখোমুখি হতে হয়নি। সেখান থেকে পরিষ্কার বোঝা যায় হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আওয়ামী লীগ সবসময় ভোটের মাঠে খেলাধুলা করে।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, তখন আমরা দেখলাম তারা হিন্দু জনগোষ্ঠীকে নানাভাবে উসকে মাঠে নামাল। কিছু ঘটনা যে ঘটছে না তা না, কিছু ঘটনা ঘটছে। তবে মনে রাখতে হবে যখন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয় তখন এ ধরনের ঘটনা ঘটে। সেটা যতদূর সম্ভব কমিয়ে আনার চেষ্টা সবার করা উচিত।’

 

আরাকান আর্মি চট্টগ্রাম দখল করবে- ভারতীয় মিডিয়ায় এমন অপপ্রচারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ভারতীয় মিডিয়া একটার পর একটা প্রোপাগান্ডা করেই যাচ্ছে। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দেখাতে চাইছে সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সুতরাং বাংলাদেশে সেরকম কোনো ঝুঁকি থেকে থাকলে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে কূটনৈতিকভাবে সেটার সমাধান করার চেষ্টা করবে।

 

তাবিব

×