ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হবে না:উপদেষ্টা

প্রকাশিত: ১৯:৩২, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হবে না:উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম

রাজনৈতিক বিবেচনায় নয় ,একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা ছিল সে অনুযায়ী মুক্তিযোদ্ধাদের  মূল্যায়ন করা হবে এবং একাত্তরের ভূমিকা বিবেচনা করে ভুয়াদের তালিকা তৈরি করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক সরকারের উপদেষ্টা ফারুকী আজম মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন।

শনিবার(১৪ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২৪ এর গণঅভ্যুত্থান এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণরা বৃথা যাবেনা। আমরা দেখেছি আমাদের ছাত্ররা  জীবনের মায়াকে উপেক্ষা করে ’গণতন্ত্র’ ’মানুষের অধিকার’ বৈষম্যহীন সমাজ ’শোষণমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ পেয়েছি তা বৃথা যেতে দেব না

 

সাইদুর

×